মারা গেছেন বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক সালিমুল হক
আন্তর্জাতিক জলবায়ু বিজ্ঞানী এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইসিসিসিএডি) পরিচালক অধ্যাপক সালিমুল হক মারা গেছেন।
আইসিসিসিএডির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তার মৃত্যুর খবর নিশ্চিত করে লেখা হয়, "অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, আমাদের পরিচালক অধ্যাপক সালিমুল হক মৃত্যুবরণ করেছেন।...তার অবদান বছরের পর বছর ও পরবর্তী প্রজন্মের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।"
এদিকে সালিমুল হকের পুত্র সাকিব হক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, আজ বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ড. সালিমুল হকের নামাজ-এ-জানাযা গুলশান সোসাইটি জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
সালিমুল হক ছিলেন জলবায়ু পরিবর্তনের অভিযোজন ও টেকসই উন্নয়নে শীর্ষ নেতৃত্বদের একজন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা লিখেছেন, "সালিমুল হক আমাদের ছেড়ে গেলেন। বৈশ্বিক জলবায়ু সম্প্রদায়, তার পরিবার এবং অগণিত ভক্তদের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি। শান্তিতে থাকুন, সেলিম ভাই। আপনার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়েই আপনি আমাদের মধ্যে থাকবেন।"
২০২২ সালে সালিমুল হক বিশ্বের অন্যতম বিজ্ঞান সাময়িকী নেচার'স ঘোষিত শীর্ষ ১০ জন প্রভাবশালী বিজ্ঞানীর একজন নির্বাচিত হন।
এছাড়াও চলতি বছরের আগস্টে জাতিসংঘের (ইউএন) নতুন বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডের 'এক্সটার্নাল' সদস্যদের একজন হিসাবে নিযুক্ত হন তিনি।
সালিমুল হক ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। জার্মানি, ইন্দোনেশিয়া এবং কেনিয়ায় তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন।