শনিবার বিএনপির সমাবেশে বাসে আগুন দেন যুবদল নেতা রবিউল: ডিবিপ্রধান
শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ চলাকালে যুবদলের এক নেতা বাসে আগুন দিয়েছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ।
সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ডিবিপ্রধান বলেন, কাকরাইলে ঘটে যাওয়া ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে যুবদলের ঢাকা দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে শনাক্ত করা হয়েছে।
ডিবিপ্রধান বলেন, ঘটনার সময় রবিউলকে 'প্রেস' লেখা জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে।
অভিযুক্তকে এর আগে ২০১৩-১৪ সালে বাসে অগ্নিসংযোগের একাধিক ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল বলেও জানান তিনি।
তিনি বলেন, 'সংঘর্ষের বেশ কিছু ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ এখন তাকে গ্রেপ্তারের জন্য কাজ করছে। তাকে গ্রেপ্তার করা গেলে তার সঙ্গে অন্য যারা ছিল, তাদের পরিচয়ও নিশ্চিত হওয়া যাবে।'