নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের
দলীয় নেতাকর্মীদের সব ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামী জাতীয় নির্বাচন দলের জন্য 'অত্যন্ত কঠিন' হবে উল্লেখ করে, জনমনে দলের প্রতি আস্থা নষ্ট করতে পারে এমন কোনো নেতিবাচক বা বিতর্কিত কার্যক্রম থেকে দলীয় নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বুধবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে 'রাষ্ট্রকাঠমো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি'- বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, 'চলুন আমরা শপথ নিই, আমরা এমন কিছু করব না যা জনসাধারণের আস্থাকে ক্ষুণ্ন করে [বিএনপির প্রতি]।'
তারেক রহমান বলেন, 'যদি কেউ মনে করেন যে, যাদের আমরা আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ মনে করতাম, তারা আর নেই বা এখন তারা মাঠে দুর্বল, আর আমরা সহজেই ক্ষমতায় চলে যাব, তাহলে এই চিন্তা মন থেকে বাদ দিন।'
তিনি বলেন, আগামী নির্বাচন দলের জন্য খুব কঠিন হবে, কারণ অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি বিএনপির বিপক্ষে কাজ করছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, গত ১৫-১৬ বছর ধরে বিএনপি নেতা-কর্মীরা বহু নির্যাতন এবং দমন-পীড়নের শিকার হয়েছেন।
তিনি বলেন, 'দয়া করে আমাদের অর্জনগুলো নষ্ট করবেন না।'
তিনি আরও বলেন, 'দয়া করে ছোট ছোট ভুল করে আমাদের অর্জন ও ত্যাগ নষ্ট করবেন না। আমাদের সজাগ থাকতে হবে যাতে আমাদের অর্জন ও ত্যাগ ক্ষুণ্ন না হয়।'
তারেক বলেন, বিএনপি যদি দলের প্রতি জনগণের বিদ্যমান আস্থা ধরে রাখতে ব্যর্থ হয়, তাহলে আগামী নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে পারবে না।
তিনি বলেন, জনগণের বিদ্যমান আস্থা ধরে রাখতে হবে। তা না হলে জনগণের ভোট পাবেন না। এই আস্থা ধরে রাখা জনগণের দায়িত্ব নয়, বরং এটা আপনাদের [বিএনপি নেতাকর্মীদের] দায়িত্ব। আপনাদের এই আস্থা ধরে রাখতে হবে। আর আপনারা নির্বাচনে জয়ী হওয়ার পর ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে আপনাদের কাজ করতে হবে।'
৩১ দফা সংস্কার প্রস্তাব জনগণের মাঝে নিয়ে যেতে এবং এর পক্ষে সমর্থন জোগাড় করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।