অবরোধের প্রভাবে ক্রেতাশূন্য রাজধানীর নিত্যপণ্যের বাজার
বিএনপি-জামায়াতের ডাকা টানা ৩ দিনের অবরোধ কর্মসূচিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই ক্রেতাশূন্য হয়ে পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারগুলো। সকাল থেকে দোকান খুলে বসে থাকলেও অধিকাংশ দোকানেই নেই তেমন বেচা-বিক্রি। বাজারগুলোতে দেখা যায়নি ক্রেতাদের আনাগোনা।
মঙ্গলবার (৩১ অক্টোবোর) সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর টাউনহল মার্কেট ঘুরে দেখা যায়, দোকানীরা পণ্য বিক্রির আশায় দোকান সাজালেও ক্রেতাদের আনাগোনা নেই।
টাউনহল মার্কেটের আলু-পেঁয়াজ বিক্রেতা বেলাল হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সকাল ৭টায় দোকান খুলেছি, কিন্তু ক্রেতা নেই। অবরোধের কারণে লোকজন বাজারে আসছে না। অন্য স্বাভাবিক দিনে এমন সময় ক্রেতাদের চাপে কথা বলার সুযোগ থাকেনা, অথচ আজ লোকজনই নেই।"
সবজি বিক্রেতা হামিদুল ইসলাম টিবিএসকে বলেন, "দোকানে ৩/৪ জন মিলে বিক্রি করতে হয়, সেখানে আজ একজন আছি; তবুও বিক্রি নেই। সকালে মার্কেট থেকে যে সবজি নিয়ে এসেছি, তা সারাদিনেও বিক্রি হবে বলে মনে হয় না।"
বাজার করতে আসা হালিমা খাতুন টিবিএসকে বলেন, "বাসার কাছে বাজার হওয়ায় এসেছি। দূরে হলে বাসা থেকে বের হতাম না। অবরোধের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে দূরে কোথাও যাচ্ছি না।"
মোহাম্মদপুরের বাসিন্দা ইলিয়াস টিবিএসকে বলেন, "আজ মতিঝিল একটি কাজে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু অবরোধের কারণে বের হইনি। একদিকে রাস্তায় বাস পাওয়া যায় না, আবার বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দিচ্ছে। এমন আতঙ্কের মধ্যে কোথাও যাইনি।"
এদিকে আজ মিরপুরের কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, নিত্যপণ্য ও সবজির বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে ৷
মিরপুর-১০ নম্বর রাড্ডা হাসপাতাল সংলগ্ন সবজি বাজারের বিক্রেতা আহসান উল্লাহ জানান, প্রতিদিন বেলা সাড়ে এগারোটার মধ্যে তার ৬ থেকে ৭ হাজার টাকার সবজি বিক্রি হয়ে থাকে৷ কিন্তু আজ তিনি মাত্র ৫০০ টাকার সবজি বিক্রি করতে পেরেছেন ৷
রাস্তায় লোকজনের আনাগোনা কম থাকায় বেচা বিক্রি কম হয়েছে বলে জানান তিনি।
একই বাজারের মুরগি বিক্রেতা আবুল কালাম বলেন, "প্রতিদিন এই সময়ের মধ্যে প্রায় তিন থেকে চার হাজার টাকার মুরগি বিক্রি হয়। কিন্তু আজ নেই; এখন পর্যন্ত মাত্র দুই হাজার টাকার মুরগি বিক্রি হয়েছে।"
আগারগাঁও সরকারি সংগীত কলেজ সংলগ্ন ভ্রাম্যমান সবজি বাজারে নিয়মিত শাক বিক্রি করেন মো. শাহিন ৷ প্রতিদিন বেলা ১২টার মধ্যে তিনি তার চালানের আসল টাকা তুলে ফেলতে পারেন ৷ কিন্তু আজ ক্রেতা না থাকায় তিনি আসল টাকার ১,৫০০ টাকা কম বিক্রি করতে পেরেছেন ৷ তাই শেষ পর্যন্ত আজ তার লাভের মুখ দেখার সম্ভাবনা কম বলে উল্লেখ করেন এই ছোট বিক্রেতা।
কল্যাণপুর বাসস্ট্যান্ড ও পাশের বাসস্ট্যান্ডে ভ্যানে করে বেকারির রুটি, কেক সরবরাহ করেন মোহম্মদ এনায়েত।
কল্যাণপুর বাসস্ট্যান্ডে বেলা ১১ টায় কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, "যত টাকা বিক্রি করতে পারি তার ১০% আমাকে দেয় মালিক।"
"স্বাভাবিক সময় ১০ হাজার টাকার বিক্রি হয়। প্রতিদিন এক হজার টাকা আয় হতো। দূরপাল্লার গাড়ি চলছে না, তাই আজকে মনে হয় ৫ ভাগের এক ভাগও বিক্রি হবে না। আজকে ২০০ টাকা হবে কি না সেটা নিয়ে সংশয়," বলেন তিনি।
সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির আজ প্রথম দিন। যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় অবিলম্বে সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে বিএনপির ডাকে টানা ৭২ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।