বগুড়ায় রাতের আঁধারে ট্রাক-প্রাইভেটকার ভাঙচুর
বগুড়ার শাহজাহানপুরের মহাসড়ক দিয়ে যাওয়ার সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত নয়টার দিকে উপজেলার সাজাপুর এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাতে মহাসড়কে ট্রাকসহ বিভিন্ন যান চলাচল করছিল। এ সময় আকিজ পাম্পের সামনে তিনটি ট্রাক, একটি সিএনজি ও একটি প্রাইভেটকারে ইট ছুঁড়ে ভাঙচুর করা হয়। পরে পুলিশ এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ দেখে ভাঙচুরকারীরা পালিয়ে যায়। সড়কে যানগুলো চলমান থাকায় কোন বা কতগুলো গাড়ি ভাঙচুর হয়েছে তা জানা যায়নি।