চারদিন ধরে অবরুদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়
টানা ৪ দিন ধরে অবরুদ্ধ বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। ২৮ অক্টোবরের সংঘর্ষের পর থেকে কার্যালয়টি ঘেরাও করে রেখেছে পুলিশ।
মূল ফটকে তালা ঝুলছে। ফটকের সামনের রাস্তায় পুলিশের সশস্ত্র অবস্থান দেখা গেছে। তবে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কাউকে দেখা যায়নি।
তবে পুলিশের 'ক্রাইম সিন' ব্যারিকেডটি তুলে নেয়া হয়েছে।
বুধবার (১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন, কাকরাইল, বিজয় নগর, নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে৷
সরেজমিনে দেখা যায়, নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের কঠোর নিরাপত্তা রয়েছে৷ এদিকে কার্যালয়ের দুই প্রান্তর ফকিরাপুল মোড় এবং নাইটিঙ্গেল মোড়েও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে৷ বিএনপির ডাকা ৩ দিনের অবরোধে সকাল থেকে এখন পর্যন্ত বিএনপির কোন নেতাকর্মীকে কার্যালয়ের সামনে আসতে দেখা যায়নি৷
তবে গত তিন দিনে কার্যালয়ের আশেপাশে থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া নয়াপল্টনে বিএনপির কার্যালয় এলাকার শপিংমল ও দোকানপাটগুলো এখনও বন্ধ রয়েছে৷ রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতিও কম৷