রাজশাহীতে রেলওয়ে ব্রিজে আগুন দেওয়ার চেষ্টা, ককটেল বিস্ফোরণ
রাজশাহীর চারঘাটে হাবিবপুর রেলওয়ে ব্রিজে বুধবার গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে এতে রেললাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
চারঘাট থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, "দুর্বৃত্তরা গভীর রাতে রেলওয়ে ব্রিজে আগুন দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।"
সেখান থেকে দুটি টায়ার জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
পশ্চিমাঞ্চল রেলের চিফ কমান্ড্যান্ট অফিসার আশরাফুর ইসলাম বলেন, "দুর্বৃত্তরা চেষ্টা করেছিল আগুন লাগানোর, কিন্তু নিরাপত্তাকর্মীদের কারণে তা সম্ভব হয়নি। রাজশাহী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।"
এদিকে রাজশাহী নগরীর বিনোদপুর বাজার এলাকায় বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে ছাত্রদল ঝটিকা মিছিল বের করে। মিছিল নিয়ে যাবার সময় বিনোদপুর বাজার এলাকায় ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়।
এছাড়া বিহাসের মোড় এবং কাটাখালী এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে সকালে দলবদ্ধ হয়ে পিকেটিং করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে।
মতিহার থানার ওসি রুহুল আমিন বলেন, "বিনোদপুর মিতা স্টুডিওর মোড়ে কয়েকজন পিকেটিং করার চেষ্টা করেছিলো এবং বিকট শব্দও হয়েছে। তবে পুলিশ সেখান গিয়ে কাউকে পায়নি। এছাড়া বিহাসের মোড় এলাকা থেকে পিকেটিং করার সময় একজনকে আটক করেছে পুলিশ।"