কথা চলছে, ওমানের ভিসা স্থগিতাদেশ দ্রুতই উঠে যাবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ঠিকমতো চাকরি ব্যবস্থা না করেই আদম বেপারিরা অনেক লোককে ওমান পাঠিয়ে দেওয়ার ফলে দুর্ঘটনা ঘটেছে৷ তিনি এ-ও জানান, এ সমস্যার সমাধানের জন্য কথা চলছে, খুব শিগগিরই ওমাননের ভিসা স্থগিতাদেশ উঠে যাবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, '২০২২ সালে আমাদের প্রায় ১ লক্ষ ৭৯ হাজার লোক ওমান গিয়েছে। এদের অনেককেই ঠিকমতো চাকরির ব্যবস্থা না করে আদম বেপারিরা ওমান পাঠিয়ে দিয়েছে ৷ এসব বিভিন্ন কারণেই আমার মনে হয় দুর্ঘটনা ঘটেছে।'
ওমানে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ইস্যু বন্ধ প্রসঙ্গে বৃহস্পতিবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তবে এ সমস্যা খুব শিগগিরই সমাধান করার জন্য আলোচনা করছেন জানিয়ে মোমেন বলেন, 'ইট উইল বি রিজলভড ভেরি সুন। আমরা তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি।'
মন্ত্রী বলেন, 'সিদ্ধান্তটা হঠাৎ করে এসেছে। এটি খুব সাময়িক পদক্ষেপ হতে পারে। আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি, আলোচনার মাধ্যমে খুব শিগগিরই এর সমাধান করা হবে।'
অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, 'ওমানে শ্রমবাজারের সুযোগটা অপব্যবহার [মিসইউজ] হয়েছে ৷ এটাকে স্ট্রিমলাইনিং করার জন্য সাময়িক নিষেধাজ্ঞা [টেম্পোরারি সাসপেনশন] দেওয়া হয়েছে।'
প্রতিমন্ত্রী বলেন, 'কোনো বাজারেই সীমাহীন চাহিদা থাকে না। যে চুক্তি বা কাগজ নিয়ে আমাদের শ্রমিকরা সেখানে গিয়েছেন, তা ফুলফিল হয়নি, তার মানে কিছুটা ব্যত্যয় হয়েছে। মধ্যস্বত্বভোগীরা আমাদেরকে এমন একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন যে কারণে আমাদের দুর্নাম হয়ে যাবে।'
এ সময় সবার প্রতি বিদেশ যাওয়ার আগে ঠিকমতো কাগজপত্র ও চুক্তিনামা যাচাইবাছাই করে যাওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকাস্থ ওমান দূতাবাস জানিয়েছে, ভিসা স্থগিতের এই পদক্ষেপের পেছনে রাজনৈতিক কোনো বিষয় নেই। শুধু বাংলাদেশ নয়, অন্য দেশের ক্ষেত্রেও ভিসা স্থগিত সমভাবে কার্যকর হয়েছে। ওমানি শ্রমবাজারের চাহিদা ও স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এটা করা হয়েছে।
ওমান দূতাবাস বলেছে, বাংলাদেশি প্রবাসী যারা বিভিন্ন খাতে অবদান রাখছেন, তাদের প্রতি সম্মান জানায় ওমান। বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বের সম্পর্কেরও মূল্যায়ন করে ওমান।
উল্লেখ্য, মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের নতুন ভিসা প্রদান স্থগিত করেছে ওমান।
এতদিন পর্যটন এবং ভিজিট ভিসায় ওমানে গিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করার সুযোগ ছিল। মঙ্গলবার থেকে ওমানে যাওয়া সব দেশের নাগরিকদের জন্য সে সুযোগ বন্ধ করার ঘোষণা দেয় রয়্যাল ওমান পুলিশ।
বিবৃতিতে আরো বলা হয়, পর্যটন ও ভ্রমণ ভিসায় সুলতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করাও স্থগিত থাকবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্তটি কার্যকর থাকবে বলে জানোনো হয়েছে।