আশা করি নির্বাচনের আগে বিদেশি রাষ্ট্রদূতদের তলবের প্রয়োজন হবে না: শাহরিয়ার
আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিদেশি রাষ্ট্রদূতদের তলব করার কোন প্রয়োজন পড়বে না বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'তাদের শুধু কালচারাল স্পেস দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে। কোনো রাষ্ট্রদূত যেন সীমা লঙ্ঘন না করেন সে আহ্বান জানাচ্ছি।'
বুধবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে মন্তব্যের জন্য বিদেশি রাষ্ট্রদূতদের তলব করা হয়েছিল, নির্বাচনের আগেও তেমন সম্ভাবনা আছে কিনা - এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, সবাই নির্বাচনমুখী হয়েছেন। যারা আন্দোলন করছেন তাদের ভাষায় তারা চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। আমি মনে করি না, তাদের (রাষ্ট্রদূতদের) তলবের প্রয়োজন হবে। যদি প্রয়োজন হয়, তবে তা হবে দুঃখজনক।
নির্বাচনের তফসিল নিয়ে রাষ্ট্রদূতের সীমার বিষয়ে তলব করা হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, তবে আমাদের আইন প্রয়োগেরও সুযোগ আছে। যেটি উপযুক্ত মনে হবে তা আমরা করব।
মানবাধিকার সংগঠন অধিকারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, 'অধিকারের কার্যক্রম স্থগিত রয়েছে। আদালতে রিভিউ বিচারাধীন। নবায়নের জন্য আদালতে তারা একটি পিটিশন দিয়েছিলেন সেটিও খারিজ হয়েছে।'
তিনি বলেন, কোনো মানবাধিকার সংস্থা যদি অধিকারের বরাতে কোনো তথ্য উপস্থাপন করে, তাহলে সেটি আমরা সম্পূর্ণভাবে পরিত্যাগ করব এবং তার উত্তর দিতেও আমরা বাধ্য নই। কিন্তু তারা একই জিনিস অন্যের মাধ্যমে উপস্থাপন করতে পারে। আমরা সেটা ভালোভাবে তখনই নেব, যদি সেটি আমাদের সংবিধানের আলোকে হয়।'
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।