ওয়ারীতে নিয়ন্ত্রণহীন ট্রাকের নিচে চাপা পড়লো প্রাইভেটকার, চালক নিহত
বুধবার (৮ নভেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটে ঢাকার ওয়ারীর হাটখোলা রোডে নিয়ন্ত্রণহীন ট্রাকের নিচে একটি প্রাইভেটকার চাপা পড়ে একজন নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি প্রাইভেটকারটি চালাচ্ছিলেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা আরও জানান, সড়কে স্পিড ব্রেকারে ধাক্কা লেগে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে। এতে প্রাইভেটকারে চালকের আসনে থাকা ব্যক্তিটি নিহত হয়।
রাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ চালায়।