আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী জোট গঠনের আবেদন করেছে ৪টি দল
শনিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেয় তারা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠনের আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগ এ পর্যন্ত চারটি রাজনৈতিক দলের কাছ থেকে আবেদনপত্র পেয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, আবেদনকারীরা দলগুলো হলো- জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জাপা) এবং ওয়ার্কার্স পার্টি।
শনিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের আবেদন জমা দেয় ৪টি দল।