৪৮ ঘণ্টার হরতালের আগে সারাদেশে ৮ যানবাহনে আগুন
নির্বাচন কমিশন ঘোষিত আসন্ন জাতীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলর ৪৮ ঘণ্টা হরতাল শুরুর আগে শনিবার (১৮ নভেম্বর) সারাদেশে মোট ৮টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
এরমধ্যে অগ্নিকাণ্ডের চারটি ঘটনা ঘটেছে রাজধানীতে।
শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার বাইরে কমল পরিবহনের একটি বাসে আগুন লাগে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (মিডিয়া সেল) তালহা বিন জাশিম।
তিনি বলেন, খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায়।
সন্ধ্যা ৭টার দিকে আগারগাঁওয়ে একটি বিহঙ্গো পরিবহনে আগুন দেওয়া হয়।
বাড়ি ফেরার পথে মিরপুরের বাসিন্দা ইফতেখার মাহমুদ টিবিএসকে বলেন, আগারগাঁওয়ের তালতলা বাজারের ঠিক বিপরীতে বিএএফ মিউজিয়ামের সামনে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের কালশী রোডে বসুমতি পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া, রাজধানীর ধানমন্ডি এলাকায় ল্যাব এইড হাসপাতালের সামনে রাত ১১টা ৪৭ মিনিটে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
পলাশী ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
দেশের বিভিন্ন জেলায় ৪টি অগ্নিসংযোগের ঘটনা
শনিবার চট্টগ্রামের বোহাদ্দারহাট ও কর্ণফুলী এলাকায় একটি বাস ও একটি মিনি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।
গতকাল সন্ধ্যা ৭টার দিকে কর্ণফুলী থানা এলাকায় মিনি ট্রাকে আগুন দেওয়া হয়।
এছাড়া, রাত ৯টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার এ ব্লকের সামনে আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বাহার উদ্দিন বলেন, "আমরা রাত ৯টা ০৭ মিনিটে আগুনের খবর পাই। পরে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।"
এদিকে, শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে জয়পুরহাট সদর উপজেলার বটতলী এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।
জয়পুরহাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত পৌনে ১১টার দিকে কুমিল্লায় পাপিয়া পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশে এ ঘটনা ঘটে।
কুমিল্লা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।