২ দিনে সারাদেশে ১৮ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস
রোববার (১৯ নভেম্বর) রাত ১টা থেকে আজ সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে মোট ১৬টি অগ্নিসংযোগের ঘটনায় ১৮টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৬টির মধ্যে ৪টি ঢাকায়, ৭টি রাজশাহীতে, চট্টগ্রামে ৪টি এবং ময়মনসিংহে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়া সেল।
ক্ষতিগ্রস্ত যানবাহনগুলোর মধ্যে রয়েছে– ৯টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, ১টি সিএনজি এবং ১টি ট্রেন (তিনটি বগি)।
সারাদেশে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিটের মোট ১৪৪ জন কর্মী এই আগুন নেভাতে কাজ করেছেন।
১৯ নভেম্বর (রোববার– ২৪ ঘণ্টা)
- রাত ১টা ২০ মিনিটে সরিষাবাড়ীতে একটি বাসে আগুন দেওয়া হয়।
- রাত দেড়টায় বগুড়ায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়।
- ফেনীর লালপুরে রাত ১টা ৪০ মিনিটে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়।
- নাটোরের ভবানীগঞ্জে ভোর ৩টা ২০ মিনিটে বাসে আগুন দেওয়া হয়।
- সকাল সাড়ে ৮টার দিকে পুরান ঢাকায় ককটেল নিক্ষেপের সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরে যায়।
- রাজশাহীর গোদাগাড়ীতে বিকেল ৫টা ৩৫ মিনিটে একটি বাসে আগুন দেওয়া হয়।
- বগুড়ার নন্দীগ্রামে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে একটি ট্রাকে আগুন দেওয়া হয়।
- ফেনীর মহিপালে রাত ৮টা ১০ মিনিটে একটি বাসে আগুন দেওয়া হয়।
- রাত ৮টা ২৫ মিনিটে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
- রাত ৯টা ৫২ মিনিটে রাজশাহীর পুঠিয়ায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
- রাত ৯টা ৫৮ মিনিটে যাত্রাবাড়ী থানার সামনে একটি বাসে আগুন দেওয়া।
- রাত ১০টা ২৫ মিনিটে বগুড়ার নন্দীগ্রামে ট্রাকে আগুন দেওয়া হয়।
- টঙ্গীর মিরের বাজারে রাত ১০টা ৫৮ মিনিটে আরেকটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
২০ নভেম্বর (সোমবার)
- সোময়ার দিবাগত রাত ১২টা ৪২ মিনিটে সিরাজগঞ্জের কামারখন্দায় একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
- ভোর ৪টা ৫ মিনিটে চট্টগ্রামের সাতকানিয়ায় তিনটি বাসে আগুন দেওয়া হয়।
- ভোর ৪টা ৪৫ মিনিটে মিরসরাইয়ে আরেকটি ট্রাকে আগুন দেওয়া হয়।