ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিট বিক্রি শুরু
রাজধানী ঢাকা ও পর্যটন নগরী কক্সবাজার রুটে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮ টা থেকে।
এদিন ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট অনলাইনে ও কাউন্টারে অবমুক্ত করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির অনলাইন পার্টনার সহজ'র অ্যাপস ও ওয়েবসাইটে দেখা গেছে, টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে ১ ডিসেম্বরের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।
রেলওয়ের তথ্যমতে, রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে যাত্রা শুরু করে সকাল ৭টা ২০ মিনিটে ট্রেনটি কক্সবাজারে পৌঁছাবে
অন্যদিকে, দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার থেকে যাত্রা শুরু করে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।
কক্সবাজার এক্সপ্রেস নামের এ ট্রেনটি বিমানন্দর স্টেশনে ৫ মিনিট ও চট্টগ্রামে ২০ মিনিটের যাত্রাবিরতি দেবে। প্রতি মঙ্গলবার এই ট্রেনের সাপ্তাহিক ছুটি।
গত ১১ নভেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন।
এরমাধ্যমে প্রকল্প অনুমোদনের প্রায় সাড়ে ১৩ বছর পর বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হয় কক্সবাজার।
ভাড়ার হার
ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারে ভাড়া ধরা হয়েছে ৬৯৫ টাকা। আপাতত এই রুটে এটিই নূন্যতম ভাড়া। একই দুরত্বে স্নিগ্ধা শ্রেণির ভাড়া ধরা হয়েছে ১,৩২৫ টাকা।
এর বাইরে ঢাকা থেকে চট্রগামে শোভন চেয়ারে ৪৫০ টাকা ও স্নিগ্ধা শ্রেণিতে ৮৫৫ টাকা ভাড়া ধরা হয়েছে।
এই ভাড়া ঢাকা চট্টগ্রাম রুটে ননস্টপ সোনার বাংলা এক্সপ্রেসের চেয়ে কিছুটা বেশি।
অন্যদিকে, কক্সবাজার থেকে চট্টগ্রামে শোভন চেয়ারে ২৫০ টাকা ও স্নিগ্ধায় ৪৭০ টাকা ভাড়া ধরা হয়েছে।