জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণের সময় ১ দিন বাড়ল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ সোমবার (২০ নভেম্বর) শুরু হয়েছে। ফরম বিক্রির শেষ তারিখ এক দিন বাড়িয়ে ২৪ নভেম্বর (শুক্রবার) পর্যন্ত করা হয়েছে।
শুক্রবারেই জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা শুরু হবে।
বিভাগ অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সময়সূচি আলাদা হবে। ২৪ নভেম্বর সকাল ১০টায় রংপুর ও বিকেল ৩টায় রাজশাহী বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের জন্য নির্ধারিত সময় ২৫ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে। এবং, ২৬ নভেম্বর রোববার সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোয়ন ফরম সংগ্রহ করাদের সাক্ষাৎকার নেওয়া হবে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এপর্যন্ত জাতীয় পার্টির ১ হাজার ৭৩৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এরমধ্যে ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি, ২২ নভেম্বর ৩৩১টি এবং আজ ২৩ নভেম্বর ২২৭টি মনোনয়ন ফরম গ্রহণ করেছেন দলের মনোনয়ন প্রত্যাশীরা। আগামীকালও মনোনয়ন ফরম বিতরণ করা হবে।