বাংলাদেশে বন্ধ হলো উত্তর কোরিয়ার দূতাবাস
বাংলাদেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। এখন থেকে দিল্লিতে থাকা দূতাবাস থেকে বাংলাদেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো দেখভাল করবে দেশটি।
গত ২১ নভেম্বর ঢাকাস্থ দূতাবাস বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মাসখানেক আগেই কূটনৈতিক পত্রের মাধ্যমে দূতাবাস বন্ধের বিষয়টি জানিয়েছিল উত্তর কোরিয়া। এরপর দেশটির রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ ২১ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করেন।
১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাসের কাজ শুরু করে বাংলাদেশে।
তবে উত্তর কোরিয়ায়ও বাংলাদেশের দূতাবাস নেই। চীনের বেইজিংয়ে থাকা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ রাখে।