রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
রাজধানীর শ্যামলীতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারা দেশে গড়ে প্রতিদিন নয়টির বেশি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
এদিকে এ সময় সারাদেশে অন্তত পাঁচ দমকলকর্মী আহত হয়েছেন।