পঞ্চগড়ে ইউএনও’র গাড়ি খাদে পড়ে নিহত ১
পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে একজন নিহত এবং ইউএনওসহ তিনজন আহত হয়েছেন।
শনিবার (২ ডিসেম্বর) মধ্যরাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চাওয়াই সেতু সংলগ্ন চেকরমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী।
আহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমিন, সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার।
দুর্ঘটনায় আহতরা গণমাধ্যমকে জানান, তারা তেঁতুলিয়া থেকে ইউএনও ফজলে রাব্বির সঙ্গে গাড়িতে করে পঞ্চগড়ে যাচ্ছিলেন। পথে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের চাওয়াই সেতুর আগে চেকরমারী বাঁকে এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই প্রকৌশলী আবু সাইদের মৃত্যু হয়। আহত হন ইউএনওসহ তারা তিনজন।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, "মাত্রাধিক গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।"
এদিকে পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় সংবাদমাধ্যমকে বলেন, রাত সোয়া ১টার দিকে তাদের কাছে দুর্ঘটনার খবর আসে।
খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার ও তিনজনকে আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।