আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা হলে সেটা ‘মনে মনে’ হবে: চুন্নু
জাতীয় পার্টি আসন্ন নির্বাচনে কোনও জোট-মহাজোট নয়, নিজস্ব দলীয় প্রতীকেই (লাঙ্গল) অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বুধবার সকালে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চুন্নু এসব কথা বলেন।
আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, 'সমঝোতার মতো কিছু হলে তা মনে মনে হতে পারে। সেটি আলাদা করে বলার কিছু নেই।'
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি জানিয়ে তিনি বলেন, আসন ভাগাভাগিরও কোনো প্রস্তাব দেয়নি আওয়ামী লীগ। তবে তারা জাতীয় পার্টির সাথে আলাপ করতে চেয়েছেন।
আজ বুধবার সন্ধ্যার পর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক হবে বলেও জানান চুন্নু।
তিনি বলেন, 'আওয়ামী লীগ যেহেতু বড় দল, আমরা তাদের সাথে আজ সন্ধ্যার পর কথা বলবো। আজকের সন্ধ্যার বৈঠকে চেয়ারম্যান যাবেন না, কো-চেয়ারম্যান এবং মহাসচিব যাবেন। কিন্তু কোথায় বৈঠক হবে তা ঠিক হয়নি।'
জাতীয় পার্টির মহাসচিব জানান, তারা এবার লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে এখনই কথা বলা যাবে না জানিয়ে চুন্নু বলেন, '১৮ ডিসেম্বরের পর পরিস্থিতি বোঝা যাবে।'