১৩ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজয় সরণি স্টেশন
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আগামী ১৩ ডিসেম্বর থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিজয় সরণি স্টেশনের কার্যক্রম শুরু করবে।
ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
এর আগে ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেন।
আগারগাঁও–মতিঝিল সেকশন উদ্বোধনের পর ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশনে থামছে মেট্রোরেল।
উত্তরা–মতিঝিল রুটে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেট্রো চলাচল করে। তবে শিক্ষার্থী ও পেশাজীবীদের সুবিধার্থে উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে দুটো ট্রেন চলাচল করে। কেবল এমআরটি পাস এবং র্যাপিড পাসধারীরা এ দুটি ট্রেনে ভ্রমণ করতে পারেন।
সকাল সাড়ে ১১টার পর মতিঝিল–আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। আর উত্তরা–আগারগাঁও সেকশনে রাত সাড়ে ৮টা পর্যন্ত চালু থাকে।
গত ডিসেম্বর থেকে উত্তরা ও আগারগাঁওয়ের মধ্যে মেট্রোরেল সার্ভিস চালু রয়েছে।
সরকার ২০১২ সালের জুলাইয়ে মেট্রোরেল প্রকল্প গ্রহণ করে। এটির প্রাথমিক বাস্তবায়নের সময় ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। তবে পরে সময় বাড়ানো হয়।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) মেট্রোরেল নির্মাণ করছে এবং প্রকল্পে রেয়াতি ঋণ দিচ্ছে। জাইকা প্রকল্পের জন্য ১৯ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে।