আজ ও কাল বন্ধ থাকবে ৩২ ট্রেন
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার পর ঢাকা থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ৩২টি ট্রেনের যাত্রা দুইদিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার ও আগামীকাল রবিবার এসব ট্রেনের চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান নির্বাচনের সময় 'যাত্রী চলাচল কম থাকায়' এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন।
শনিবার দুপুরে তিনি বলেন, "আমরা কিছু লোকাল ট্রেনের চলাচল বাতিল করেছি। যেহেতু ইলেকশনের সময় লোকাল মুভমেন্ট কম থাকবে, সেজন্য আমরা পূর্বাঞ্চলের ২০টা এবং পশ্চিমাঞ্চলের ১২টা ট্রেন শনিবার ও রোববার বন্ধ থাকবে।"
এর আগে শনিবার (৬ জানুয়ারি) রাত পৌনে ১টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিম মহাব্যবস্থাপকের এক ফেসবুক পোস্টে পশ্চিমাঞ্চলের ২২টি ট্রেন বন্ধ রাখার তথ্য জানানো হয়।
ওই ফেসবুক পোস্টে বলা হয়, 'অনিবার্য কারণবশত আগামী ৬ ও ৭ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে।'
রেলওয়ে (পশ্চিমাঞ্চল) মহাব্যবস্থাপক জিএম অসীম কুমার তালুকদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিতও করেন।
এছাড়া মহানন্দা (আপ/ডাউন), রকেট (আপ/ডাউন), পদ্মরাগ (২১/২২), রংপুর শাটল (৯৭/৯৮), ঢাকা কমিউটার (৯৯), রাজশাহী কমিউটার (৫/৬) এবং বগুড়া কমিউটার (৫/৬) ট্রেন চলাচল আগামী ৬ ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে।
আরো জানানো হয়, এছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২/৪৫৫/৪৫৬/৪৬১) ৬ জানুয়ারি আংশিকভাবে ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে।