৪৬তম বিসিএসের প্রিলিমিনারি ঈদের পর: পিএসসি সূত্র
৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষা ঈদুল ফিতরের পরপরই অনুষ্ঠিত হবে বলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র জানিয়েছে।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই দিন দুটি সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা থাকায় তারিখ পরিবর্তন হতে পারে।
ওই সূত্র জানায়, আগামী ৯ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে।
এ বিষয়ে পিএসসি বিশেষ সভা করবে।
চাঁদ দেখা সাপেক্ষে মার্চে শুরু হবে পবিত্র রমজান মাস। সে অনুযায়ী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ঈদুল ফিতর উদযাপিত হবে।
ইতিমধ্যে অনেক চাকরিপ্রার্থী পরীক্ষার তারিখ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চাকরির গ্রুপগুলোতে উদ্বেগ প্রকাশ করেছেন।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে অনুষ্ঠিত হবে।