শুধু টিসিবির বিক্রির জন্য আমদানির খবরে পেঁয়াজের দাম আবারো বাড়ল
ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে আগেরদিন প্রতি কেজিতে ১০-১৫ টাকা কমার পরে, মঙ্গলবার আবারো একই হারে বেড়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাংলাদেশের অন্যতম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের পেয়াজের দাম কেজিতে ১০-১৫ টাকা কমেছিল।
তবে মঙ্গলবার আবার তা আগের হারে অর্থাৎ ১০-১৫ টাকা বেড়ে গেছে। আমদানিকৃত পেঁয়াজ কেবল টিসিবির মাধ্যমে বিক্রি হতে পারে– এমন খবরে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালেই কেজিতে ১০০ থেকে ১০৫ টাকায় পৌঁছায় দাম।
সোমবার ভারতের দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পেঁয়াজ রপ্তানিতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। নিষেধাজ্ঞা তুলে বিশ্বের বিভিন্ন দেশের জন্য ৩ লাখ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশেও ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।
খাতুনগঞ্জের মেসার্স গ্রামীণ বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বলয় কুমার পোদ্দার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ভারতে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে আমদানির সম্ভাবনা তৈরি হয়। এজন্য সোমবার বিকালে পাইকারিতে প্রতিকেজি পেঁয়াজের দাম ১০-১৫ টাকা কমে যায়। এরপর আমদানিকারকদের থেকে খবর পাওয়া যায়, এসব পেঁয়াজ টিসিবির জন্য কেনা হতে পারে। এজন্য পেঁয়াজের দাম আবার আগের মতো হয়ে গেছে।"
খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস টিবিএসকে বলেন, "ব্যবসায়ীরা এসব পেঁয়াজ বেশি দামে কিনেছিলেন। ভারত থেকে আমদানি শুরু হলে লোকসানের শঙ্কায় সবাই দ্রুত মালামাল বিক্রি করতে চেয়েছিলেন। কারণ মজুদ থাকলে লোকসান হবে পারে। এজন্য দাম কিছুটা কমেছিল। আমদানির কারণে দাম কমতে পারে এমন খবরে বেচাবিক্রি একেবারে কম।"