বেইলি রোডে আগুন লাগা ভবনে রেস্টুরেন্টের অনুমোদন ছিল না: রাজউক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের যে বাণিজ্যিক ভবনে আগুন লেগেছিল, সেখানে রেস্টুরেন্ট করার অনুমোদন ছিল না।
রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম সন্ধ্যায় টেলিফোনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গ্রিন কোজি কটেজ নামের ওই ভবন অফিস হিসেবে ব্যবহারের অনুমোদন ছিল, কোনো রেস্টুরেন্ট বা খাবারের দোকান হিসেবে নয়।'
ছয়তলা ভবনটিতে একটি জুস বার এবং একটি চা-কফির দোকানসহ আটটি রেস্টুরেন্ট ছিল। এছাড়াও, কিছু মোবাইল ফোন, বৈদ্যুতিক সরঞ্জাম ও কাপড়ের দোকানও ছিল।
আশরাফুল ইসলাম বলেন, '৭.৫ কাঠা জমির উপর এ ভবনের অনুমোদন নেয় হামিদা খাতুন গং ও আমিন মোহাম্মদ গ্রুপ। আট তলা বাণিজ্যিক ভবন হিসেবে ভবনটির অনুমোদন দেওয়া হয়েছে। তবে অফিস হিসেবে ব্যবহারের জন্য, কোনও রেস্টুরেন্ট কিংবা খাবারের দোকান নয়।'
তিনি আরও বলেন, 'ভবনটি শুধু অফিসকক্ষ হিসেবে ব্যবহারের অনুমোদন ছিল। রেস্টুরেন্ট, শোরুম (বিক্রয়কেন্দ্র) বা অন্য কিছু করার জন্য অনুমোদন নেওয়া হয়নি।'
আশরাফুল ইসলাম বলেন, 'ভবনটি একটি সিঁড়ি দেখিয়েই অনুমোদন নেয়। এটি বহুতল ভবন নয়। যদি ১০ তলার বেশি হতো তাহলে সেটি বহুতল ভবন হতো।'
তিনি বলেন, 'প্রতি ফ্লোরের স্পেসগুলো কিনে তারা বেশি লাভের আশায় রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার করছে। এটা আইনের লঙ্ঘন। তবে ফায়ার সার্ভিসের আইন অনুযায়ী ছয় তলার বেশি উচ্চতার ভবনে ফায়ার এক্সিট থাকতে হবে। দুটি সিঁড়ি রাখতে হবে।'
বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বাণিজ্যিক ভবনটিতে আগুন লাগে। রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিট।