বেইলি রোডের ভবনটির যারা অনুমোদন দিয়েছেন তাদের দায় নেওয়া উচিত: এফবিসিসিআই
রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে আগুনের ঘটনায় যদি কারো গাফিলতি থাকে, তাহলে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
আজ শনিবার দুপুরে বেইলি রোডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল।
এ সময় সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আমিন হেলালি সাংবাদিকদের বলেন, 'ব্যবসায়ীরা তো অনুমতি নিয়ে ব্যবসা করছে। সরকারের যে তদারকি সংস্থা আছে তারা কি করেছে? এখানে ফায়ার সার্ভিস, রাজউকসহ যে তদারকি সংস্থা আছে, তাদের কোনো গাফিলতি থাকলে বিচারের আওতায় আনা হোক। ব্যবসায়ীদের গাফিলতি থাকলে সেটিরও বিচার চাই।'
তিনি বলেন, 'যিনি বা যারা অনুমোদন দিয়েছেন, তাদের দায় নেওয়া উচিত। কারণ তারাই তো সবকিছু দেখে অনুমোদন দিয়েছেন।'
আমিন হেলালি বলেন, 'যারা এসব ভবন নিয়ন্ত্রণ করবেন তারাই কিন্তু মূল অথরিটি। তাদের হাতে আইন আছে, আমাদের (ব্যবসায়ী) হাতে আইন নাই। আমরা শুধু পরামর্শ দিতে পারি এবং দিয়েওছি।'
তিনি যোগ করেন, 'এখন তারা নোটিশ দিয়ে দোষ শুধু ব্যবসায়ীদের ঘাড়ে তুলে দিচ্ছেন। এই ঘাড়ে তোলাতুলি বন্ধ না করলে সমস্যা সমাধান হবে না।'
এ সময় আমিন হেলালি যারা এসব ব্যবসার জন্য অনুমোদন দিয়েছেন তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
তিনি বলেন, 'আমাদের দেশ অর্থনৈতিকভাবে আগাচ্ছে ঠিকই, কিন্তু আমাদের শৃঙ্খলাগুলো রক্ষা করা হচ্ছে না। এর জন্য সমুন্নতভাবে কাজ করতে হবে। এখন দোষাদোষী করে সামনে আগানোর সময় নেই। এক একটা করে দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনা পর আমরা একে দোষ দিচ্ছি, ওকে দোষ দিচ্ছি। একটা দুর্ঘটনা ঘটলে আমাদের কার কি দোষ সেগুলো বের করি।
এফবিসিসিআইয়ের এই নেতা আরও বলেন, 'আমাদের কাজ ব্যবসা করা। আর এজন্য সুস্থ পরিবেশ তৈরি করা সরকার ও বিভিন্ন অধিদপ্তরের কাজ।'
প্রতিনিধি দলটিতে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।