গুলশান-২ এ ২টি বাণিজ্যিক ভবন ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা, কাচ্চি ভাইকে লাখ টাকা জরিমানা
অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় রাজধানীর গুলশান-২ এলাকার একটি ছয়তলা ও আরেকটি সাততলা বাণিজ্যিক ভবন 'ঝুঁকিপূর্ণ' ঘোষণা করে ব্যানার টাঙিয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ মার্চ) দুপুর ১টায় ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এ আদালত পরিচালনা করেন। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারাও এ সময় তার সঙ্গে ছিলেন।
এর আগে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকা গুলশান-২ এলাকার ৪৬ নম্বর রোডের ৩৩ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত কাচ্চি ভাই রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া একই অভিযোগে ধানসিঁড়ি নামে আরেকটি রেস্তোরাঁকে ৪০ হাজার জরিমানা করা হয়। সেই সঙ্গে ৩৪ নম্বর হোল্ডিংয়ের সামনে সিঁড়িতে মালামাল রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই দুটি ভবনেই ঝুঁকিপূর্ণ ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।