গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩৫
গাজীপুরের কালিয়াকৈরের কোনাবাড়ীতে বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ৩৫ জন আহত হয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন গণমাধ্যমকে জানিয়েছেন, আহতদের অধিকাংশকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, এখন পর্যন্ত আহতদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ইয়াছিন, মোহাম্মদ কুটি, সোলেমান, মোহাম্মদ আকাশ, নূর নবী, মোহাম্মদ আরিফুল, নীরব, মোহাম্মদ নাঈম ও মোসাম্মৎ শিল্পী। আহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য।
তিনি আরও জানান, আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় কোনাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরিফিন জানান, ইফতারের আগ মুহূর্তে সন্ধ্যা ৬টার দিকে টপ স্টার গার্মেন্টস ফ্যাক্টরির পাশের একটি কলোনিতে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।
স্থানীয়দের দাবি, কলোনির একটি বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার লিক হতে শুরু করে। ওই বাসিন্দা সিলিন্ডারটি দরজা দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলার পর বিস্ফোরণ ঘটে।