হাতিরপুলে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর হাতিরপুলের কাঁচাবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় কার্পেটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার রেফাতুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।'
এ দিন সন্ধ্যা ৬টা চার মিনিটে ভবনটিতে আগুন লাগে বলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৬টা ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ৭টি করা হয়। ভবনটির ছাদ থেকে কয়েকজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এর আগে ফায়ার সার্ভিস জানিয়েছিল, ভবনটির চারপাশে কোনো জানালা না থাকার কারণে দেয়াল ভাঙতে হয়।