আগুন লেগেছিল সচিব নিবাসেও
বুধবার দিবাগত রাতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে ওই রাতে আরও একটি আগুনের ঘটনাও ঘটেছিল।
এ আগুন লাগে রাজধানীর ইস্কাটন এলাকার সচিব নিবাসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি জানানম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোলন বলেন, বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস খবর পায় ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত সচিব নিবাসের ২০ তলা ভবনের চারতলার একটি বাসার রান্নাঘরে আগুন লেগেছে।
'পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি,' বলেন তিনি।
এদিকে বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনের কয়েকটি তলা ভয়াবহ আগুনে পুড়ে গেছে।
রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর ১৯টি ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেখানকার আগুন।
আগুনের ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কীভাবে এ আগুন লাগল, এখনো তা জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। অনেকে এটিকে পরিকল্পিত নাশকতা বলেই মন্তব্য করেছেন।