পুরান ঢাকায় প্রেসের আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, সদরঘাট, সূত্রাপুর ও সিদ্দিকবাজার স্টেশনের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুরান ঢাকার পাটুয়াটুলীর একটি প্রেসে লাগা আগুন শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
এর আগে আজ রাত ৯টা ৩৮ মিনিটে পাটুয়াটুলির রামকান্ত নন্দী লেনে অবস্থিত জিনাত প্রিন্টিং ওয়ার্কস লিমিটেড নামের প্রেসটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, সদরঘাট, সূত্রাপুর ও সিদ্দিকবাজার স্টেশনের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।