২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন স্কয়ার ফার্মার চেয়ারম্যান
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস. চৌধুরী কোম্পানিতে তার শেয়ার বাড়ানোর লক্ষ্যে ৪৩ কোটি টাকা মূল্যের ২০ লাখ শেয়ার কেনার পরিকল্পনা করেছেন।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে, তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক এবং ব্লক মার্কেট লেনদেনের মাধ্যমে এ শেয়ার অধিগ্রহণ করতে চান।
স্কয়ারের শেয়ার শূন্য দশমিক ৭০ শতাংশ বেড়ে দেশের প্রধান শেয়ারবাজারে ২১৭ টাকা ৩০ পয়সায় পৌঁছায় বৃহস্পতিবার।
১১ মার্চ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরীও ৩০ কার্যদিবসের মধ্যে ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে তপন চৌধুরী ও আরেক পরিচালক রত্না পাত্র মোট ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন।
বাজার সংশ্লিষ্টরা বলেন, যখন কোনো কোম্পানির পরিচালকেরা তাদের মালিকানা বাড়ানোর জন্য শেয়ার কেনেন, তখন সেই কোম্পানিতে সাধারণ শেয়ারহোল্ডারদের অংশীদারিত্ব কমে যায়।
তারা বলেন, এতে বাজারে ওই কোম্পানির শেয়ারের চাহিদা তৈরি হয়। যার দরুন শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হতে পারে।
২৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্কয়ার ফার্মার শেয়ারের ৩৫ দশমিক ০১ শতাংশ যৌথভাবে স্পনসর এবং পরিচালকদের, ১৫ দশমিক ২১ শতাংশ প্রতিষ্ঠানগুলোর, ১৩ দশমিক ৯৭ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের এবং ৩৫ দশমিক ৮১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের মালিকানায় ছিল।
জুলাই-ডিসেম্বর মেয়াদে কোম্পানিটির আয় দাঁড়ায় তিন হাজার ৭৪৬ কোটি টাকা, যা এক বছর আগের তিন হাজার ৭৫১ কোটি টাকা থেকে কিছুটা কম। আর কর পরবর্তী নিট মুনাফা ছিল ৯২০ কোটি টাকা এবং শেয়ার প্রতি আয় ছিল ১০ টাকা ৩৭ পয়সা।