৩য় দিনে বিক্রি শুরুর আড়াই ঘণ্টায় শেষ ট্রেনের পশ্চিমাঞ্চলের অধিকাংশ অগ্রিম টিকেট
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে বিক্রি শুরু হওয়ার পর প্রথম আড়াই ঘণ্টার মধ্যেই পশ্চিমাঞ্চলের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।
আজ (২৬) ৫ এপ্রিলের টিকেট ছাড়া হয়েছে। বিক্রি শুরু হয় সকাল ৮টায়।
সকাল সাড়ে ১০টা নাগাদ আজকের জন্য পশ্চিম অঞ্চলের জন্য বরাদ্দ ১৪ হাজার ৬০১টি টিকিটের মধ্যে ১৩ হাজার ৭৪৭টি টিকেট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে রেলওয়ের অনলাইন টিকেটিং পার্টনার সহজ।
সহজ জানিয়েছে, ই-টিকিট ওয়েবসাইটটিতে পিক সময়ে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে রেকর্ডসংখ্যক ভিজিটর পেয়েছে। এ সময় ওয়েবসাইটটিতে ৯৫.১ লাখ হিট হয়, যা এই বছরের সর্বোচ্চ।
৫ এপ্রিলের জন্য পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টায়। আজকের জন্য পূর্বাঞ্চলের টিকেট বরাদ্দ ১৬ হাজার ২২টি।