বুয়েটে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার দাবিতে কাল শহীদ মিনারে সমাবেশ করবে ছাত্রলীগ
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার দাবিতে আগামীকাল রবিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে ছাত্রলীগ।
বুধবার ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রবেশের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই আজ শনিবার (৩০ মার্চ) পাল্টা কর্মসূচি ঘোষণা করল সংগঠনটি।
এর আগে আজ সকাল ৮টায় বুয়েটের শহীদ মিনারের সামনের রাস্তায় জড়ো হয়ে শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ শুরু করেন।
তাদের আন্দোলনের মুখে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঘটনা তদন্তের জন্য একটি কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে ছাত্রলীগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'বুয়েট প্রশাসন ইমতিয়াজ হোসেন রাহিমের বরাদ্দকৃত সিট বাতিলের মাধ্যমে তার সংগঠন করার সাংবিধানিক অধিকার (অনুচ্ছেদ ৩৮) প্রয়োগ করতে বাধা সৃষ্টি করেছে।'
আরও বলা হয়, 'বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী, বুয়েট বাংলাদেশ রাষ্ট্রের অভ্যন্তরে এবং বাংলাদেশের জনগণের অর্থে পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। বিধায় সর্বাবস্থায় এই রাষ্ট্রের সংবিধান ও প্রচলিত আইনের দ্বারা এটি পরিচালিত হতে হবে। কিন্তু তা না করে, এই আইনের কোথাও ছাত্র-রাজনীতি নিষিদ্ধ করার ক্ষমতা বুয়েটকে প্রদান করা না হলেও বুয়েট প্রশাসন বেআইনি ও অসাংবিধানিকভাবে তা বাস্তবায়ন করছে।'
উল্লেখ্য, ২০১৯ সালে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরও গত বুধবার মধ্যরাতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ক্যাম্পাসে প্রবেশ করে রাজনৈতিক কার্যক্রম চালায়।
এ ঘটনায় ক্ষোভ জানিয়ে শুক্রবার বিকেলে শিক্ষার্থীরা কয়েক দফা দাবি নিয়ে বুয়েট প্রশাসনকে লিখিত আকারে জানান।
গতকাল বিক্ষোভ থেকে দাবি আদায়ে আজ দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কর্তৃপক্ষ দাবি না মানলে ছাত্রকল্যাণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মিজানুর রহমানের অপসারণের দাবিতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।