বুয়েট থেকে পাস করার পর আমি রাজনীতিবিদ হয়েছি: জিএম কাদের
বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করার পর তিনি রাজনীতিবিদ হয়েছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় যুব সংহতির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী, পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বুয়েটের ছাত্র থাকা অবস্থায় আমি রাজনীতিবিদ হইনি, পাস করার পরে রাজনীতিবিদ হয়েছি।'
এসময় জিএম কাদের বলেন, 'শিক্ষার মান ঠিক রাখতে না পারলে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কোনো লাভ হবে না। আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আন্তর্জাতিকভাবে উন্নত ছিল। তবে এখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বাদে আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান কমে যাচ্ছে। তাই আমরা চাই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির শিক্ষার মান ভালো থাকুক। বুয়েটের শিক্ষার মান নষ্টের চেষ্টা করবেন না।'
তিনি সবার প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এছাড়াও এই সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের এই আদেশের ফলে বুয়েটে ছাত্র রাজনীতি চলতে আইনগত কোনো বাধা নেই।
২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নির্যাতন করে হত্যা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই ঘটনায় করা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা সবাই বুয়েটের ছাত্রলীগের নেতা-কর্মী ছিলেন। আবরার ফাহাদ হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
এদিকে গত ২৭ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে কিছু নেতা-কর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করার পর ক্ষোভে ফেটে পড়েন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে তারা টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করেন।
আন্দোলনের মুখে ক্যাম্পাসের ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অপরদিকে, ৩১ মার্চ, কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্রলীগ পাল্টা কর্মসূচির আয়োজন করে। তারা বুয়েটে ছাত্র রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ২৪ ঘণ্টার মধ্যে তাদের কর্মী ইমতিয়াজ হোসেন রাব্বিকে হলের সিট ফিরিয়ে দেওয়ার দাবি জানায়।