গাজীপুর–দিনাজপুর রুটে ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ
গাজীপুরের জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত ঈদ স্পেশাল ট্রেন চলাচল আজ (৭ এপ্রিল) রাত ১১টায় শুরু হবে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ সরোয়ার বলেন, "আজ থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় গাজীপুরের তৈরি পোশাকের শ্রমিকরা এই স্পেশাল ট্রেন পরিষেবার মাধ্যমে অনেক উপকৃত হবেন।"
স্পেশাল ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে বলে জানান তিনি।
রেলওয়ের ই-টিকিটিং প্ল্যাটফর্মের তথ্যানুসারে, জয়দেবপুর-পার্বতীপুর পর্যন্ত ট্রেনটি নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর এবং ফুলবাড়ী স্টেশনে থামবে।
ঈদকে সামনে রেখে দেশব্যাপী বিভিন্ন রুটে আটটি বিশেষ ট্রেন চলাচল করবে। এরমধ্যে তিনটি চলবে জয়দেবপুর-পার্বতীপুর রুটে।
ঈদের আগে ও পরে চলাচলকারী অন্যান্য বিশেষ ট্রেনগুলো হলো— চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল চলাচল করবে শুক্রবার (৫ এপ্রিল) থেকে ঈদের আগের দিন এবং ঈদের পরে ৫ দিন পর্যন্ত।
চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে কক্সবাজার ঈদ স্পেশাল চলবে ঈদের আগে ৮ ও ৯ এপ্রিল ও ঈদের পরের দিন থেকে পরবর্তী ৩ দিন।
এছাড়া, ঈদের দিন শোলাকিয়া ঈদ স্পেশাল ট্রেনটি ভৈরব বাজার-কিশোরগঞ্জ-ভৈরব বাজার এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করবে।