ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়িতে আগুন
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে একটি গাড়িতে আগুন লাগে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঈদুল ফিতরের দিন কুড়িল বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, বিকাল ৫টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
তারা জানান, আগুনের কারণে ওই পথে কিছুটা যানজট সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, 'এক্সপ্রেসওয়ের উপরে কুডিল এলাকায় একটি গাড়িতে আগুনের সংবাদ পেয়ে কুর্মিটোলার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে কেউ হতাহত হননি। তবে কী কারণে আগুন লেগেছে তা তদন্তের পর বলা যাবে।'