নয়াপল্টনে শপিং ব্যাগের ভেতর পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে কিশোর আহত
রাজধানীর নয়াপল্টন এলাকায় পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরণে সানি নামক এক কিশোর আহত হয়েছে।
শনিবার (১১ মে) দুপুরে নয়াপল্টন হক বে নামক গাড়ির একটি শোরুমের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বর্তমানে সানি (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাড়ি চট্টগ্রামে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসাইন মোল্লা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সানি পল্টন এলাকায় পরিত্যক্ত জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করে। আজ কুড়াতে গিয়ে একটি শপিং ব্যাগ পায়। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে।'
'পরিত্যক্ত অবস্থায় ব্যাগের ভেতরে ককটেল ছিল। কারা ককটেল রেখেছিল সেটি তদন্ত করে দেখা হবে,' যোগ করেন তিনি।
আহত সানিকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।