কারওয়ানবাজারের ফল বাজারের আগুন নিয়ন্ত্রণে
আজ (১৮ মে) সকালে কারওয়ান বাজারে লা ভিঞ্চি হোটেলের পাশে একটি ফলের বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
তেজগাঁও ফায়ার স্টেশনের ডিউটি অফিসার রিয়াজ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রথম সকাল ১০ টা ১৬ মিনিটের সময় রিপোর্ট করা হয়েছে।
তেজগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাজিম উদ্দিন সরকার জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।