চট্টগ্রাম বিমানবন্দর: বৈরী আবহাওয়ায় অভ্যন্তরীণ ২ ফ্লাইট বাতিল, চট্টগ্রামে আসা ৪ ফ্লাইট গেল ঢাকায়
ঘূর্ণিঝড় রিমালের কারণে ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার ভোর ৫টা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চালু হলেও বৈরী আবহাওয়ার কারণে দুটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।
এছাড়াও চট্টগ্রামে অবতরণ করতে না পেরে মধ্যপ্রাচ্য থেকে ছেড়ে আসা চারটি ফ্লাইট ঢাকায় গিয়ে অবতরণ করে। পরিস্থিতির উন্নতি হওয়ায় দুপুরের দিকে ফ্লাইটগুলো চট্টগ্রামে ফিরে আসে।
বিমানবন্দরের তথ্য অনুযায়ী, আজ দুপুরে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সালাম এয়ারের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরই বৈরী আবহাওয়ার কারণে আবারও অবতরণ করে। এটি আজ রাতে গন্তব্যের উদ্দেশে চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এদিকে বৈরী আবহারওয়ার কারণে ঢাকা থেকে কোনো ফ্লাইট না আসায় চট্টগ্রাম থেকেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। একটি ফ্লাইট বিকাল ৪টায় ও আরেকটি সন্ধ্যা সাড়ে ৭টার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন টিবিএসকে বলেন, 'বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে ফ্লাইট না আসায় চট্টগ্রামের দুটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করতে হয়েছে।'
এদিকে সকালের দিকে এয়ার অ্যারাবিয়া, সালাম এয়ার, ফ্লাইট দুবাইসহ চারটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় চলে যায়। পরে দুপুরের দিকে সেগুলো চট্টগ্রামে ফিরে আসে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সোমবার ভোর ৫টায় বিমান ওঠা-নামা শুরু হলেও চারটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। পরে দুপুরের মধ্যে ফ্লাইটগুলো চট্টগ্রামে ফিরে আসে।'
উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। পরে তা সোমবার ভোর ৫টা পর্যন্ত বাড়ানো হয়।