বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা বাড়ছে না
বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ জুন) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এ তথ্য জানিয়েছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, যে সময়সীমা দেওয়া হয়েছিল তা যুক্তিসঙ্গত ছিল এবং অনেক আগেই ঘোষণা দেওয়া হয়েছিল।
এসময় তিনি বলেন,'শ্রমিক আনার জন্য নিয়োগকর্তাদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে।'
নাসুসন ইসমাইল বলেন, 'বিদেশি শ্রমিকদের [বাংলাদেশ] [মালয়েশিয়ায়] আনার সময়সীমা অনেক আগেই ঘোষণা করা হয়েছিল। কোটা অনুমোদন, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রক্রিয়াকরণ এবং ফ্লাইট ব্যবস্থাসহ সব প্রয়োজনীয় প্রক্রিয়া সাবধানতার সাথে বিবেচনা করে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এই সময়সীমা যুক্তিসঙ্গত ছিল।'
তিনি বলেন, '২৮ থেকে ৩১ মে এর মধ্যে, আমরা ২০ হাজারেরও বেশি বিদেশি শ্রমিকের দেশে প্রবেশ রেকর্ড করেছি। তাদের মধ্যে কয়েকজন গত বছরের নভেম্বরের প্রথম দিকে তাদের ভিসা পেয়েছিলেন।'
তিনি প্রশ্ন তোলেন, 'যদি নিয়োগকর্তাদের সত্যিই মাঠের ফসল তোলার জন্য [বিদেশি] শ্রমিকের প্রয়োজন হয় [উদাহরণস্বরূপ] এবং তারা ভিসা পেয়ে যায়…তাহলে কেন নিয়োগকর্তারা তাদের কর্মীদের আসার ব্যবস্থা করার জন্য ৩১ মে পর্যন্ত, এত দীর্ঘসময় অপেক্ষা করেছিলেন।'
তিনি বলেন, 'তাই আপাতত আমরা সময়সীমা বাড়ানোর পরিকল্পনা করছি না।'
সাইফুদ্দিন নাসুসন জানান, ডিসেম্বর নাগাদ মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের সংখ্যা দাঁড়াবে ২৬ লাখ। দেশের অর্থনৈতিক পরিকল্পনা ইউনিটের নির্ধারিত লক্ষ্যমাত্রা ২৫ লাখ ছাড়িয়ে গেছে।
অন্যদিকে, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম আগামীকাল বুধবার প্রবাসী প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন।
বিশেষ সূত্রে জানা যায়, প্রবাসী মন্ত্রী আটকা পড়া শ্রমিকদের কর্মস্থলে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করবেন।