চট্টগ্রামে খালে মিললো নিখোঁজ শিশুর লাশ
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার একটি খাল থেকে জসিম উদ্দিন (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (০৯ জুন) সকাল ১১টার দিকে বন্দর ও ডবলমুরিং থানা সীমান্তবর্তী আবিদার পাড়া নাছির খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। গতকাল শনিবার (০৮ জুন) সন্ধ্যা থেকে শিশুটি নিখোঁজ ছিল।
জসিম নোয়াখালীর কবিরহাট সুন্দরপুর এলাকার আকবর হোসেনের ছেলে। সে পরিবারের সঙ্গে চট্টগ্রামের ডবলমুরিং থানার বিল্লাপাড়া এলাকায় ভাড়া থাকত। জসিমের বাবা পেশায় রিকশাচালক ও মা বাক প্রতিবন্ধী।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খালটির পাশে প্রাচীর তৈরি করে বক্স করা হয়েছে, যেটির উপর দিয়ে স্থানীয়রা চলাচল করে। দুদিন আগে সেখান থেকে ঢাকনাগুলো তুলে নেওয়া হয়।
পুলিশের ধারণা, শিশুটি খেলতে গিয়ে খুলে ফেলা ঢাকনার গর্ত দিয়ে পড়ে গিয়ে মারা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (বন্দর জোন) সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'নাছির খাল থেকে জসিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই খালে সবসময় চার ফুট মত পানি থাকে। ওই এলাকায় নালার কাজ চলছে। ধারণা হচ্ছে নালায় পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।'
সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক লে. কর্নেল ফেরদৌস আহমেদ টিবিএসকে বলেন, 'স্ল্যাব সরানো হয়েছে গতকাল রাত ৮টার দিকে। আর শিশুটি নিখোঁজ ছিল বিকাল ৫টা থেকে। শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে স্ল্যাব তোলার স্থান থেকে ২০০ মিটার দূরে। এছাড়া গত রাতে বৃষ্টিও হয়নি। ড্রেনের পানিও স্থির। শিশুটির মৃত্যু সঙ্গে স্ল্যাব তোলা সম্পর্ক থাকার সম্ভবনা কম। তবুও সংশ্লিষ্ট সংস্থা তদন্ত করলে বোঝা যাবে।'