সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহ ও মুন্সিগঞ্জে ঈদুল আজহার নামাজ আদায়
সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
আজ রোববার (১৬জুন) সকাল ৮ টায় হরিণাকুন্ডু উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার বোয়ালিয়া, কুলবাড়ীয়া, নারায়নকান্দি, শিঙ্গা, বৈঠাপাড়া, ফলসি, চটকাবাড়ীয়া, নিত্যানন্দপপুর, শিতলী, ভালকী ও পায়রাডাঙ্গাসহ কয়েকটি গ্রামের শতাধিক মুসল্লিরা শরিক হন।
এছাড়াও শৈলকুপা উপজেলার ভাটই এলাকার ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে মুসল্লিরা ঈদের নামাজ পড়তে আসেন। ইমামতি করেন ঈদ জামাত কমিটির সভাপতি বজলুর রহমান।
উপজেলার পায়রাডাঙ্গা ও নিত্যানন্দপপুরেও অনুরূপ ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, উপজেলার তিনটি জায়গায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। আইনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এসব জায়গাতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে মুন্সীগঞ্জ জেলার দুই উপজেলার ১৫ টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।
আজ (১৬ জুন) সকাল ৮ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মিঝিকান্দি জামে মসজিদে ও শিলই ইউনিয়নের উত্তরকান্দি মাঝিবাড়ি ঈদগাহ মাঠে সকাল ৯ টার দিকে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। উত্তরকান্দি জামে মসজিদের ইমাম মুফতি মঈনুল হক ঈদের জামাতের ইমামতি করেন।
উত্তরকান্দি জামে মসজিদের ইমাম জানান, 'সৌদি আরবে শনিবার হজ হয়ে গেছে। তাই আজ আমরা ঈদ উদযাপন করছি। এরপর আমরা পশু কোরবানি করেছি। এ ছাড়া আমাদের এখানে অন্যান্য মসজিদে ঈদের জামাত হয়েছে।'
মুন্সীগঞ্জে ঈদ উদযাপন করা গ্রামগুলোর মধ্যে রয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলা আধারা ইউনিয়নের মিঝিকান্দি,কালিরচর,রাকেরকান্দি ও শিলই ইউনিয়নের উত্তরকান্দি, আনন্দপুর, আমঘাটা, সৈয়দপুরসহ কয়েকটি গ্রাম।