নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে তেলবাহী জাহাজে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ জুন) দুপুর দেড়টায় সদর উপজেলার মেঘনা ডিপোর জেটি সংলগ্ন অংশে এ ঘটনা ঘটে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ।
আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, ফতুল্লা বাজারের পাশে বুড়িগঙ্গা নদীতে একটি তেলবাহী জাহাজে দুপুর ১টা ৩২ মিনিটে আগুনের খবর পায় তারা। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
জানা গেছে, তেলবাহী জাহাজটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব ড্রামে আগুন ধরে যায়। এটি তেল নিয়ে ভোলার মনপুরায় যাওয়ার কথা ছিল।