গান, স্লোগান ও ফুটবলে রাজধানীর মোড়ে মোড়ে অবরোধ শিক্ষার্থীদের
২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী সারাদেশে চলছে শিক্ষার্থীদের 'বাংলা অবরোধ'।
দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করছে।
রোববার (৭ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসাথে পরীবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন রাজসিক ভাস্কর্যেও অবস্থান গ্রহণ করে।
একইভাবে রাজধানীর সাইন্সল্যাবেও অবরোধ করছেন ঢাকা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অবরোধের সময় শিক্ষার্থীরা কোটা-বিরোধী স্লোগান দেন। সমবেত কন্ঠে গেয়েছেন দেশাত্মবোধক গান।
কাউকে কাউকে অবরুদ্ধ সড়কে ফুটবল খেলতেও দেখা গেছে।
এসময় শিক্ষার্থীরা 'সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে', 'কোটা নয়, মেধা চাই', 'চাকরি পেতে, স্বচ্ছ নিয়োগ চাই', 'কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক', 'এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা', 'আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার', 'আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', 'এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন', রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়' সহ বিভিন্ন স্লোগান দেন।
'কারার ঐ লৌহ কপাট', 'আমরা কজন নবীন মাঝি', 'চল চল চল' ইত্যাদি গান সমন্বিত সুরে গেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।