ঢাকায় ৬ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টি
রাজধানী ঢাকায় শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।
আবহাওয়াবিদ তরিফুল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ঢাকায় সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ছয় ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এই বছর ঘূর্ণিঝড় রেমালের সময় ২৪ ঘণ্টায় ২২৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়। তবে অল্প সময়ে এতো ভারি বৃষ্টিপাত সম্প্রতি হয়নি'।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন বৃষ্টি চলতে পারে আজ প্রায় সারা দিন। তবে আগামীকাল থেকে বৃষ্টি একটু কমে আসবে বলে জানিয়েছেন তারা।
ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিতে বেড়েছে মানুষের ভোগান্তি। বিভিন্ন সড়কে কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমে গেছে, যান চলাচল ব্যাহত হচ্ছে। আর এতে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীসহ বিভিন্ন কাজে বাইরে বের হওয়া মানুষও পড়েছেন চরম ভোগান্তিতে।