বিশ্ববিদ্যালয়, হল খোলা রাখার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উর্ধ্বতন কর্মকর্তারা অবরুদ্ধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুর আড়াইটা থেকে প্রশাসন ভবনে তাদের অবরুদ্ধ করে রেখেছেন তারা।
এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বেশ কয়েকটি দাবি করেন।
সেগুলো হলো- বিশ্ববিদ্যালয়সহ সকল আবাসিক হল খোলা রাখা; সকল মেস ও বাসা মালিকদের মেস খোলা রাখার নির্দেশ দেওয়া; আবাসিক হলের প্রতিটি কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযান চালিয়ে ছাত্রলীগের অস্ত্র জব্দ করা; শিক্ষার্থীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা; প্রয়োজনে প্রত্যেক হলের প্রাধ্যক্ষদের হলেই অবস্থান করতে হবে এবং হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
তবে শিক্ষকরা তাদের দাবি না মানলে তাদের অবরুদ্ধ করে রাখা হয়।
এসব দাবির বিষয়ে রাবির উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার শিক্ষার্থীদের সামনে এসে বলেন, 'ছাত্ররাজনীতি বন্ধের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন। তবে সরকারি নির্দেশনা থাকায় হল ও বিশ্ববিদ্যালয় খোলা রাখা সম্ভব না।'
উপাচার্যের বক্তব্যের সময় শিক্ষাথীদের 'দালাল', 'দালাল', 'ভুয়া', 'ভুয়া' স্লোগান দিতে দেখা যায়।
এরপর শিক্ষার্থীরা দাবিগুলো মেনে নেওয়ার জন্য বিকাল ৪টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন।