পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
দ্বিতীয় দিনের আন্দোলনে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশাসন ভবনের পাশে আন্দোলনকারীরা অবস্থান করেন। এর আগের দিন গতকাল কর্মকর্তা-কর্মচারীরা ১ ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করেন।
অবস্থান ধর্মঘটে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের জন্য চালু থাকা পৌষ্য কোটাসহ সকল প্রাতিষ্ঠানিক সুবিধা অব্যাহত রাখতে হবে। তাদের দাবি আদায় না হলে পূর্ণ দিবস কর্মবিরতি ও পরে কমপ্লিট শাটডাউনের মত কর্মসূচি গ্রহণ করার হুঁশিয়ারিও দেন তারা।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মুক্তার হোসেন বলেন, "আমাদের একটাই দাবি, আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা যতদিন আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার ফিরে না পাব, তত দিন আন্দোলন চালিয়ে যাব। আগামীকাল পূর্ণদিবস কর্মবিরতি পালন করব। এরমধ্যে দাবি মেনে না নিলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করব।"
এর আগে, ১ জানুয়ারি ভর্তি কমিটির সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণির ভর্তিতে পোষ্য কোটা ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করেন। শিক্ষার্থীরা সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
ওইদিন রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণির ভর্তিতে ৫ শতাংশ পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। শিক্ষার্থীরা গত এক মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল।