চট্টগ্রামে নিউমার্কেট মোড় ও জামালখানে গুলি; আহত ২৪
চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড় ও জামালখান এলাকার এস এস খালেদ রোডে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনগুলোর সংঘর্ষ চলছে। সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে ২৪ আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) পরিচালক বিগ্রেডিয়ার মো. তসলিম উদ্দিন বলেন, চলমান আন্দোলন ও সহিংসতায় রোববার সকাল থেকে দুপুর ১২টা ৪৫ পর্যন্ত ২৪ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের বেশিরভাগ ছররা গুলিতে আহত।
জানা গেছে, আজ সকাল ১০ টা থেকে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে নিউ মার্কেট মোড়ে অবস্থান নিলেও বেলা সাড়ে ১১ টার দিকে সিটি কলেজ এলাকা থেকে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
দুপুর সাড়ে ১২ টা থেকে ১২টা ৪৫ পর্যন্ত এসএস খালেদ রোডে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান বলে নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা আবছার উদ্দিন।
এই সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে নিউমার্কেট ও রেয়াজউদ্দিন বাজারের আশপাশে অবস্থান নেন। সেখানেও পুলিশ তাদের ওপর গুলি, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থী ও স্থানীয়রা।
টিবিএস'র হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, সিটি কলেজ রোডের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসের পেছন থেকে গুলি ছুড়ছে হেলমেট পরা এক লোক। তার পাশে থাকা আরেকজনকে ককটেল নিক্ষেপ করতে দেখা যায়।
পরিস্থিতি সামাল দিতে প্রায় ২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতায় কারফিউ'র সিদ্ধান্ত এলে ওই এলাকায় সেনা মোতায়েন থাকবে বলেও খবর পাওয়া গেছে। তবে জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
এদিকে রোববার সকাল ৯টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কওমীপন্থি পটিয়া মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী। বিক্ষোভের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন পটিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।