আমার ওপরে বিশ্বাস রাখেন, দেশে কারও ওপর কোনো হামলা হবে না: ড. ইউনূস
শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, 'দেশবাসীর কাছে আহবান, আমার ওপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, দেশে কারও ওপর কোনো হামলা হবে না।'
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটের তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এসব কথা বলেন ড. ইউনূস।
প্রতিক্রিয়ার শুরুতেই ড. ইউনূস বলেন, 'নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা (আন্দোলনকারী তরুণরা) দেশকে রক্ষা করেছে। দেশকে পুনর্জন্ম করেছে।'
এ সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকোয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ড. ইউনূস। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আজকে আমার আবু সাঈদের কথা মনে পড়ছে, যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। যে অবিশ্বাস্য সাহসী যুবক বুলেটের সামনে বুক পেতে দিল, যাকে দেখে অন্যরা সাহস ও শক্তি পেল- তা আমাদের জন্য অনুসরণীয়। এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে।'
তিনি আরও বলেন, 'এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। বাংলাদেশের এই স্বাধীনতার অর্থ ব্যক্তির পরিবর্তন, সমাজের পরিবর্তন। এটা সবাইকে বুঝতে হবে ও করতে হবে।'
ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দেশে ফিরলেন ড. ইউনূস। তিন বাহিনীর প্রধান, আন্দোলনের সমন্বয়কেরা, সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি ও ইউনূস সেন্টারের প্রতিনিধিরা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন।
আজ রাত ৮টার দিকে বঙ্গভবনে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এর আগে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যসংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-একজন বেশিও হতে পারে।