জাবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের ব্লক থেকে দেশীয় অস্ত্র উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের ব্লক থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র ও খালি মদের বোতল উদ্ধার করেছে হল প্রশাসন।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে হলের তৃতীয় তলার ছাত্রলীগের ব্লকে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এছাড়াও অভিযানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের রুম থেকে প্রাইমারিতে সহকারী শিক্ষক পদের দুটি, বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদের একটি ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেট্রিক্স বিভাগে প্রভাষক পদের একটি আবেদনপত্র উদ্ধার করা হয়।
এর আগে ছাত্রলীগের ব্লকের রুমগুলোতে অস্ত্র আছে- এমন তথ্যের ভিত্তিতে হল প্রশাসন ওই ব্লকে অভিযান শুরু করে।
এ সময় ওই ব্লকের প্রতিটি রুম থেকেই রামদা, চাপাতি, চাকু, কাটারিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ রড, পাইপ, খালি মদের বোতলও উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র হলের কার্যালয়ে রাখা হয়েছে।
হলের এক শিক্ষার্থী জানান, আগামী ১৫ই আগস্ট ছাত্রলীগ আবারও হলে হামলা করতে পারে এমন আশঙ্কায় তারা ছাত্রলীগের রুমগুলোতে অভিযানের জন্য হল প্রশাসনের কাছে অনুরোধ জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক হলের এক শিক্ষার্থী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আজ যে রড ও পাইপ উদ্ধার করা হয়েছে, সেগুলো দিয়ে গেস্টরুমে আমাদের ভয়ভীতি দেখানো হতো। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাদের রুমে নিয়ে গিয়ে এসব রড,পাইপ দিয়ে মারধর করা হতো।'
এ বিষয়ে হলের সহকারী রেজিস্ট্রার জালাল উদ্দিন বলেন, 'হলের আবাসিক শিক্ষার্থীদের আশঙ্কা ছিল ছাত্রলীগের ব্লকে অস্ত্র আছে। এজন্য তারা আমাদের অভিযান চালানোর কথা জানায়। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে অভিযান চালিয়ে কিছু দেশীয় অস্ত্র ও খালি মদের বোতল উদ্ধার করেছি৷'